Type Here to Get Search Results !

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও হাজিরা বোনাস ছুটির টাকাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন তারা।

জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় ওই পোশাক কারখানাটির প্রায় চার হাজার  শ্রমিক রয়েছে। বিগত দুই মাস ধরে কারখানাটি বন্ধ রয়েছে।

বকেয়া বেতন ছুটির টাকাসহ বিভিন্ন দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কারখানার কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার বেতন পরিশোধ করার আশ্বাস দেন। কিন্তু কতৃপক্ষ বুধবার (২৭ নভেম্বর) রাতে হঠাৎ করে মেসেজ দিয়ে জানায় বৃহস্পতিবার বেতন পরিশোধ করা সম্ভব নয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।